Friday, September 9, 2016

ঈদ মানেই ওদের নতুন পোশাক চাই


ঈদুল আজহায় বড়দের পোশাক-আশাক কেনাকাটা একটু কমই হয়। কিন্তু শিশুদের নতুন পোশাক না পরলে তো ঈদের আনন্দ জমেই না। এই ঈদেও ফ্যাশন হাউসগুলো বাচ্চাদের জন্য নতুন পোশাক ঠিকই এনেছে বাজারে।
..............................

দুই বছর পর্যন্ত : যাত্রার ডিজাইনার উর্মিলা শুক্লা বললেন, এক দিনের নবজাতক থেকে ছয় মাস বয়সী শিশুদের পোশাকটা সুতি হওয়াই ভালো। দুই বছর বয়সী শিশুদের জন্য সুতির পোশাকই দেখা গেল বেশি৷ প্রিন্টের মধ্যে চেক ও ফুলেল নকশা র​ে​য়ছে৷
 ছয় বছর বয়সীদের জন্য

এই বয়সী শিশুদের জন্য সালোয়ার-কামিজ, ছোট ফ্রকে প্রাধান্য দেওয়া হয়েছে উজ্জ্বল রং৷ গলার নকশায় থাকছে বৈচিত্র্য৷ কামিজ বা ফ্রকে থাকছে আলাদাভাবে বসানো গোল কলার৷ হাতার ক্ষেত্রে স্লিভলেস, ম্যাগি আর ক্যাপ স্টাইল এবারও জনপ্রিয়৷ টেক্সমার্টের ডিজাইনার ফয়সাল বলেন, ‘ভয়েল, সুতি, জর্জেট ও এন্ডি কাপড় বেশি ব্যবহার করা হয়েছে ছোটদের পোশাকে৷’ জানা গেল লং প্যান্টের বদলে এবার ​থ্রি–কোয়ার্টার প্যান্ট বেশি চলবে।
১০ বছর বয়সীদের জন্যসুতি, খাদি, সিল্ক কাপড়ে টাই-ডাই, ব্লক, হ্যান্ডস্টিচ, মেশিন এমব্রয়ডারি, চুমকি, গ্লাস ফিটিং ইত্যাদি কাজের সমন্বয় থাকছে এই বয়সীদের পোশাকে৷ রয়েছে টপ, স্কার্ট, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও ফতুয়া।

দরদামশিশুদের পোশাকের ধরন ও উপকরণের ওপর ভিত্তি করে দাম পড়বে ৫০০ থেকে ৩ হাজার টাকা। গেঞ্জি, টি-শার্ট, হাফহাতা শার্ট পাবেন ১৫০ থেকে ১ হাজার টাকার মধ্যে। গ্যাবার্ডিন ও জিনসের প্যান্টগুলোর দাম ৩০০ থেকে ৭৫০ টাকা এবং মেয়েদের ফ্রক, স্কার্ট ও টপের দাম ৪৫০ থেকে ৮০০ টাকা। ছেলেদের পাঞ্জাবির দাম ৫০০ থেকে ১৫০০ টাকা। সালোয়ার-কামিজ ৮০০ থেকে ২২০০ টাকা। ফতুয়ার দাম পড়বে ৪৫০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। ফ্রক কিনতে খরচ করতে হবে ৫০০ থেকে ৪৫০০ টাকা পর্যন্ত।

No comments:

Post a Comment