
বাংলাদেশের নানা ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান এলিগ্রো ট্যুরস দুটি নৌ-ভ্রমণের আয়োজন করেছে। ১৮ আগস্ট থেকে লক্ষ্মীপুরে আয়োজন করা হয়েছে ইলিশ ট্যুরের। লক্ষ্মীপুরের মতির হাট এবং মজু চৌধুরীর হাটে পর্যটকেরা জেলেদের সঙ্গে দিনের এক বেলা কাটানো এবং ইলিশ মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারবেন। এ ছাড়া থাকবে নদীতে গোসল করা, নৌকাভ্রমণ, নদীতে সূর্যাস্ত উপভোগ, ইলিশ মাছের বারবিকিউ সন্ধ্যা, ইছহাক চৌধুরী জমিদারবাড়ি পরিদর্শন এবং বনভোজন। দুই দিন, দুই রাতের এই ভ্রমণে ঢাকা থেকে শীতাতপনিয়ন্ত্রিত বাসে যাওয়া-আসা এবং লক্ষ্মীপুরে শীতাতপনিয়ন্ত্রিত হোটেল কক্ষে রাতযাপনের ব্যবস্থা থাকছে।
২৫ আগস্টের আয়োজনে শীতলক্ষ্যা নদীতে দুই দিনের নৌ-ভ্রমণের সুযোগ থাকছে। বর্ষায় নদীমাতৃক বাংলার সৌন্দর্য উপভোগ, মুড়াপাড়া জমিদারবাড়ির প্রত্নতত্ব নিদর্শন দেখা, বিভিন্ন রকম খেলাধুলা ছাড়াও বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দময় গল্প ও আড্ডার আমেজ পাওয়া যাবে দুই দিন ও দুই রাতের শীতলক্ষ্যার নৌ-ভ্রমণে। ফোন: ০১৭১৩১৮৫৪১৫।
No comments:
Post a Comment